অর্গাননের 5 নম্বর সূত্র by হ্যানিম্যান- অর্গানন অফ মেডিসিন
রোগ আরোগ্য করবার সহায়তার জন্য চিকিৎসকের জানার প্রয়োজন – অচির রোগ উৎপত্তির পক্ষে অতি সম্ভাব্য উদ্দীপক কারণ অর্থাৎ exciting cause এবং চির রোগের সমগ্র ইতিহাসে বিশেষ বিশেষ জ্ঞাতব্য বিষয়গুলি যার দ্বারা তিনি কোন প্রাচীন রোগবিষ দ্বারা উদ্ভূত পীড়ার মূল কারণ এর সন্ধান পেতে পারেন। এই সকল অনুসন্ধানের মধ্যে রোগীর দৈহিক ধাতু প্রকৃতি তার নৈতিক চরিত্র ও বুদ্ধিবৃত্তি, তার জীবিকা, তার জীবন ধারণ প্রণালী ও রীতিনীতি, তার সামাজিক ও ব্যক্তিগত সম্বন্ধ, তার বয়স যৌন প্রবৃত্তি প্রভৃতি বিষয়ে অবহিত হতে হবে।